সৈয়দ তৌফিক জুহরী
বিশিষ্ট কবি, কথাশিল্পী ও প্রাবন্ধিক সৈয়দ তৌফিক জুহরী-এর জন্ম ১৯৮২ সালের ২২ মার্চ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। ২০০৪ সালে পেয়েছেন চ্যানেল আই-ক্লোজআপ প্রদত্ত 'তরুণ কবি পদক' এবং ২০০৯ সালে পেয়েছেন ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রদত্ত 'সেলিব্রেটিং লাইফ এওয়ার্ড'। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন বি.এ. (অনার্স), এম.এ. ও পি-এইচ.ডি. ডিগ্রী। পি-এইচ.ডি. গবেষণার শীর্ষনাম 'সমর সেন: কবিমানস ও কাব্যবিচার।' এর পাশাপাশি তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার।