মুস্তাফা মাসুদ
জন্ম ১৯৫২ সালের ১১ আগস্ট, যশোর জেলার পাইকপাড়া গ্রামে। বাংলা ভাষা ও সাহিত্যে এম. এ। মূলত শিশুসাহিত্যিক হিসেবেই তাঁর পরিচিতি। দীর্ঘ পঞ্চাশ বছরের সাহিত্য-জীবনে দেশের প্রায় সব শিশু-কিশোর পত্রিকা ও সাময়িকীতে তাঁর নানা স্বাদের লেখা প্রকাশিত হয়ে আসছে। বাংলা একাডেমি, শিশু একাডেমীসহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত তাঁর গ্রন্থসংখ্যা চল্লিশের অধিক। শিশু-কিশোরদের মানস-ভুবনে সৃজনশীলতা, অবাধ কল্পনার বিস্তার, দেশপ্রেম, অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনা এবং শুভ ও কল্যাণবোধের স্ফুরণই তার সাহিত্য সাধনার মূল লক্ষ্য।