Filters

অঞ্জন সেন

অঞ্জন সেন / Anjan Sen (AJS)

অঞ্জন সেন ১৯৫১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। কবি, প্রাবন্ধিক, উত্তর আধুনিক সাহিত্য চেতনার অন্যতম প্রবক্তা তিনি। উচ্চাঙ্গ সংগীত ও লোকসংগীত সংগ্রহ করা তার নেশা। সংস্কৃতি মন্ত্রকের টেগোর ন্যাশনাল স্কলার ছিলেন। প্রকাশিত প্রবন্ধের সংখ্যা ৭০ এর ওপরে। সাহিত্যতত্ত্ব বিষয়ক পত্রিকা ‘গাঙ্গেয়পত্র’ সম্পাদনা করছেন ১৯৭৫ থেকে। তিনি ‘ভ্রমরা’ লোকসংগীত সংস্থার সভাপতি। গ্রন্থসমূহ : লালন, বাঙলার চিত্রকলা :মধ্যযুগ থেকে কালিঘাট, বঙ্গশিল্পে চৈতন্যদেব, সুফিবিশ্ব, গণেশ পাইন : ছবিতে কথায়, মধ্যযুগের বাংলা পুঁথিপাটার চিত্র, বাংলার তিন শিল্পী প্রভৃতি।


Books by the Author