আদনান আহমেদ রিজন
আদনান আহমেদ রিজন এর জন্ম ১৯৯৬ সালের ২৩ শে জুন। পৈতৃক নিবাস নারায়ণগঞ্জ হলেও জন্ম এবং বেড়ে ওঠা গাজীপুরে নানাবাড়িতে। প্রাণীবিদ্যা বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। ছোটবেলা থেকে বই পড়ার নেশায় আসক্ত। থ্রিলার, গল্প, উপন্যাসের প্রতি আলাদা আকর্ষণ রয়েছে। বই পড়ার আকর্ষণ থেকে শুরু করেন বই অনুবাদের কাজ। গ্রন্থসমূহ : বাংলা অনুবাদ - দ্য মিরাকলস অফ ইয়োর মাইন্ড, দ্য ডেভিল কলোনী, দ্য বোন ল্যাবিরিন্থ, দ্য হান্টার্স, দ্য হান্ট ফর আটলান্টিস, দ্য মার্শিয়ান, ফাইভ পয়েন্ট সামওয়ান, কিলিং ফ্লোর, ওয়ান শট, মায়ান ও অ্যাজটেক মিথলজি ইত্যাদি।
Books by the Author
×