Baatighar Dhaka


বাতিঘরের দ্বিতীয় শাখার উদ্বোধন হয় ঢাকায় , ২০১৭ সালে।


এবারে শাহীনূর রহমানের নকশায় বাংলা মোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রের সাত তলায় তৈরি হয় মুঘল সাম্রাজ্যের ইতিহাস ও স্থাপত্যশিল্পের একটি মনোমুগ্ধকর প্রতিচ্ছবি। স্টেজটি তৈরি হয় পরিবিবির মাজারের আদলে ; কাউন্টারটি দেখতে হয় ঠিক দেওয়ান - ই - আমের মতো ; কাউন্টারের পাশেই দাঁড়িয়ে থাকে লালবাগ কেল্লার দক্ষিণ প্রবেশপথ ; হাতির পিঠে রাজা - রাজড়ার ব্যবহৃত ছত্রির মতো করে বানানো হয় বই রাখার স্থান। পুরো গ্রন্থবিপনির দেয়ালে আঁকা হয় তাজমহলের গায়ে শোভা পাওয়া মোটিফের মতো সূক্ষ্ম , রঙিন নকশা। বইপড়ুয়া , কবি - সাহিত্যিক , শিল্পীদের আসা - যাওয়ায় নিত্য মুখরিত হয় বাতিঘর ঢাকা।