Filters


সুনীতিভূষণ কানুনগো

সুনীতিভূষণ কানুনগো / Suniti Bhushan Quanungo (SBQ-CU-PROF)

জন্ম ২৫ অক্টোবর ১৯৪৩, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া গ্রামে। পিতা পুলিন বিহারী কানুনগো, মাতা সুচারু প্রভা কানুনগো। উপমহাদেশের স্বনামখ্যাত ঐতিহাসিক ড. কালিকারঞ্জন কানুনগো তাঁর জ্যেষ্ঠ পিতৃব্য। ১৯৬০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ইতিহাসে এম.এ.। ১৯৭২ সালে পিএইচ.ডি অর্জন। ১৯৬১ সালে কর্মজীবনে প্রবেশ। পর্যায়ক্রমে স্যার আশুতোষ কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘকাল শিক্ষকতা শেষে ১৯৯৯ সালে কর্মজীবন থেকে অবসর গ্রহণ।