Filters


সুনির্মল বসু

সুনির্মল বসু / Sunirmol Bosu (Sunirmol Bosu)

সুনির্মল বসু একজন বাঙালি কবি ও শিশুসাহিত্যিক। সুনির্মল বসু ১৯০২ সালের ২০ই জুলাই ভারতের বিহারের গিরিডি নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস ছিল মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের মালখানগর। সাংবাদিক ও সাহিত্যিক গিরিশচন্দ্র বসু ছিলেন তার পিতামহ এবং বিপ্লবী মনোরঞ্জন গুহঠাকুরতা ছিলেন তার মাতামহ।


Books by the Author