Filters

সুকেশচন্দ্র দেব

সুকেশচন্দ্র দেব / Sukeshchandra Deb (Sukeshchandra Deb)

সুকেশচন্দ্র দেব পেশায় শিক্ষক হলেও লেখালেখি ও গবেষণা তাঁর অন্যতম নেশা। স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় এবং বিভিন্ন গ্রন্থে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। এসব লেখাতে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িকতার ছাপ রয়েছে।