Filters


শিবু কুমার শীল

শিবু কুমার শীল / Shibu Kumar Shil (Shibu Kumar Shil)

চলচ্চিত্রকার, লেখক জন্ম ৩ ডিসেম্বর ১৯৮০ নারিন্দা, ঢাকা। শিক্ষা, চারুকলা অনুষদ (ঢাকা) থেকে ভাষ্কর্যে স্নাতোকোত্তর। পেশাগত জীবনে নাটক, ডকুমেন্টারি নির্মান ও চিত্রনাট্য রচনার সাথে সম্পৃক্ত। উল্লেখযোগ্য কাজ, ‘ইলিয়াসের খোঁয়ারি’ (সেলিব্রেটিং লাইফ ২০০৮ ও বাংলাদেশ ডকুমেন্টারি ফেস্টিভাল ২০০৯ এ সেরা ছবি) ভাস্কর নভেরা আহমেদের উপর জীবনী ভিত্তিক চলচ্চিত্র ‘মাদার স্কালপটর’ (নির্মানাধীন) ‘মেঘদল’ নামক একটি ব্যান্ড এর অন্যতম সদস্য ও ভোকাল।