শেখ ওয়াহিদুর রহমান
শেখ ওয়াহিদুর রহমানের জন্ম ১২ ফেব্রুয়ারি, ১৯৩৯ সালে সিলেটে।বাউল সাধক শেখ ওয়াহিদুর রহমান রচিত বাউল গীতি সমকালীন বাংলাদেশে বহুল প্রচলিত। বেতার টেলিভিশনে অহরহ তার রচিত বাউলগীতি পরিবেশিত হয়। ওয়াহিদ রচিত বাউল গীতির সংখ্যা দু`হাজারের বেশি। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা দশটি।