শামিম আহমেদ
শামিম আহমেদ (জন্ম: ২ জুলাই, ১৯৭৩) একজন লেখক, কথা সাহিত্যিক এবং ঔপন্যাসিক। শামিম আহমেদের জন্ম মুর্শিদাবাদ জেলার খাঁড়েরা গ্রামে। খাঁড়েরা মুর্শিদাবাদের একটি বৃহৎ ও বিখ্যাত গ্রাম। মায়ের কাছে পড়াশুনায় হাতেখড়ি হওয়ার পর তিনি ভর্তি হন খাঁড়েরা পাঠশালায়। এরপর ভর্তি হন গ্রামের হাইস্কুলে। সেখানে তিনি দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেন। একাদশ শ্রেণীতে সালার এডয়ার্ড স্কুলে ভর্তি হন। সালারে দু বছর পড়াশুনা করার পর কলকাতায় প্রেসিডেন্সি কলেজে। কর্মজীবন শামিমের পেশা অধ্যাপনা। দর্শন তার বিষয়। মহাভারত এবং ভারতীয় দর্শন তার বিশেষ আগ্রহের জায়গা। শামিমের "সাত আসমান" উপন্যাসটি দেশভাগের উপরে, এটিকে অনেকে বাংলা সাহিত্যের এক নতুন ধারা বলে উল্লেখ করেছেন, হ্যাচেট থেকে এই বইটির ইংরেজি অনুবাদ করেছেন, প্রখ্যাত অনুবাদক অরুনাভ সিনহা সেটি করছেন।