সাগুফতা শারমীন তানিয়া
জন্ম ৮ই ডিসেম্বর, ১৯৭৬, ঢাকার বাসাবোতে। শৈশব কেটেছে বাসাবো কদমতলার অলিগলিতে খেলে বেড়িয়ে। প্রথম পাঠ মায়ের কাছে, এরপর স্কুল। মূলতঃ নানার উৎসাহে লেখালেখির এবং আঁকাআঁকির ধারাবাহিকতা বজায় রাখা, দেয়ালপত্রিকা- সাহিত্য সাময়িকী এইসব করে ঝালাই করা কেবল। স্কুল ও কলেজ যথাক্রমে হলিক্রস গার্লস স্কুল ও কলেজ। স্নাতক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য অনুষদ থেকে। স্নাতকোত্তর যুক্তরাজ্যে। প্রথম প্রকাশিত ছোটগল্প- 'কবিতাযাপন', প্রকাশিত গ্রন্থ- 'কনফেশন বক্সের ভিতর। অটাম-দিনের গান' (২০১০), 'ভরযুবতী, বেড়াল ও বাকিরা' (২০১১), 'অলস দিন-খয়েরিপাতা-বাওকুড়ানি' (২০১২), লুনা রুশদীর সাথে সম্মিলিতভাবে 'আনবাড়ি' (২০১৪)।