সৌরভ মাহমুদ
জন্ম বরিশালের শায়েস্তাবাদের হবিনগর গ্রামে তাঁর মায়ের বাড়িতে। শৈশব ও কৈশর কেটেছে হবিনগর গ্রাম, বরিশাল শহর ও ঢাকা শহরে। তিনি প্রকৃতিবিষয়ক প্রবন্ধ লিখেন এবং নিবিষ্ট প্রকৃতি গবেষক। কবি জীবনানন্দ দাশের নিসর্গ তাঁর গবষেণার অন্যতম বিষয়। দুই দশকের বেশি সময় ধরে প্রকৃতি বিষয়ে নিয়মিত লিখছেন দৈনিক ‘প্রথম আলো’ কাগজের প্রকৃতি কলামে। তাঁর রচিত গ্রন্থগুলো হলো-‘জীবনানন্দের পাখিরা’, মায়ের ঘ্রাণমাখা নদী’, ‘শ্যামলী রমনা’ ‘বাংলার ও জীবনানন্দের শালিকেরা’ এবং ‘পাখি আমার বনের পাখি’। পেশায় তিনি একজন জীববৈচিত্র্য ও পরিবেশ বিশেষজ্ঞ।