সনজিৎ চৌধুরী সনজন
সনজিৎ নারায়ণ চৌধুরী অধ্যাপক, কবি, কলামিস্ট, গবেষক। পিতা: মাস্টার সুবলেন্দু নারায়ণ চৌধুরী মাতা: কুসুমলতা চৌধুরী ময়না গ্রাম: বাল্লা হলিমপুর ডাকঘর: গোপালগঞ্জ নবীগঞ্জ, হবিগঞ্জ। সনজিৎ নারায়ণ চৌধুরী বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাল্লা হলিমপুর গ্রামে ১৮ জানুয়ারি ১৯৭৮ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বাল্লা এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব, খ্যাতিমান শিক্ষক মাস্টার সুবলেন্দু নারায়ণ চৌধুরী।