Filters


সাজজাদ আরেফিন

 সাজজাদ আরেফিন / Sajjad Arefin (Sajjad Arefin)

১৯৬৫ সালের ২৪ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার ভৈরববাজারের নবিপুর গ্রামে জন্ম। মা সালেহা বেগম। বাবা মো. ওসমান গনি। লেখাপড়ার শৈশব ও কৈশোরপর্ব পেরিয়ে তিনি ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই বাংলাভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ। গত শতকের সত্তরের দশকের মধ্যভাগ থেকে লেখালেখির জগতে বিচরণ শুরু। এ পর্যন্ত তাঁর প্রকাশিত কবিতার বই সাতটি। রাতের দেয়াল সরিয়ে, আমি আছি ছায়া নেই, বাতাসের পা ছুঁয়ে বলি, পানশালার রঙিন গ্লাস তার কয়েকটি কবিতাগ্রন্থের নাম। কবিতার পাশাপাশি তাঁর প্রিয় বিচরণক্ষেত্র গবেষণা ও সম্পাদনা। তাঁর সম্পাদিত ছোটকাগজ ‘নান্দীপাঠ’। জীবিকাসূত্রে তিনি বাংলা একাডেমীতে কর্মরত।