True
Author image

অপরেশ বন্দ্যোপাধ্যায়

অপরেশ বন্দ্যোপাধ্যায় এর জন্ম ১লা বৈশাখ চট্রগ্রামে। লেখাপড়া শুরু করেন চট্রগ্রামের যে এম সেন হাই স্কুলে । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মেধাবৃত্তি সহ প্রথম শ্রেনীর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন বিজ্ঞান গবেষক হিসেবে। তিনি একজন কম্পিউটার প্রশিক্ষক ও পাশাপাশি একজন সফটওয়ার প্রনেতা । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেধাবৃত্তি ও বৈজ্ঞানিক প্রবন্ধ রচনার জন্য শ্রেষ্ঠ প্রাবন্ধকের পুরষ্কার লাভ করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ৯৫টি । লেখালেখি ছাড়াও তিনি হোমিওপ্যাথি চিকিৎসা, যোগ ব্যায়াম, প্রাথমিক চিকিৎসাবিজ্ঞান ও জল চিকিৎসায় বিশেষ দক্ষ। গ্রন্থসমূহ : আবিস্কারের গল্প, ছোট ছোট বিজ্ঞান, অটিজম, অল্প কথায় বিজ্ঞান, গণিত ও কম্পিউটারের বিস্ময়, প্রাণীরাজ্যের রহস্য, মানেয়ার, তিনটি ইচ্ছা ইত্যাদি।
Filters
x
ক্যাটাগরি