জগলুল আলম
বিশিষ্ট সাংবাদিক জগলুল আলমের জন্ম নরসিংদী জেলার করিমপুর গ্রামে ১৯৫৩ সালে । ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এবং ১৯৭৮ সনে সাংবাদিকতায় এমএ ডিগ্রি লাভের আগে থেকেই তঙ্কালীন সাপ্তাহিক নিউ নেশন পত্রিকায় সাংবাদিক হিসেবে তার হাতেখড়ি।