Filters

ডা. ননীগোপাল সাহা

ডা. ননীগোপাল সাহা / Dr. Nani Gopal Saha (Dr. Nani Gopal Saha)

কিংবদন্তি ডাঃ ননী গোপাল সাহা, পিতা প্রয়াত কৃষ্ণ সাহা, মাতা প্রয়াত কুমুদিনী সাহা। জন্ম ১৯৩৩ সালের ১ ডিসেম্বর ফরিদপুর জেলার বোয়ালমারী থানার হাসামদিয়া গ্রামে। ডাঃ ননী গোপাল সাহা ফরিদপুর শহরে চক্ষুচিকিৎসক হিসেবে সুদীর্ঘকাল চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন এছাড়াও অপরাপর গুণাবলীর মধ্যে তিনি ছিলেন একাধারে অনলবর্ষী বক্তা, মানবতাবাদী, রাজনৈতিক, সমাজসেবক প্রতিভাবান নাট্যকর্মী, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সাম্প্রতিক সময়ে তাঁর ‘আমার দেখা ভাষা আন্দোলন, ‘মুক্তিযুদ্ধ ও রাজনীতি’ নামক দু’টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ডাঃ ননী গোপাল সাহা তাঁর প্রফেশনাল ক্ষেত্রে সুনামের অধিকারী ছিলেন। তাঁর চেয়ে বেশী বিদগ্ধ ছিলেন সাংস্কৃতিক ব্যক্তি হিসেবে। বিশেষতঃ স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রীকৃষ্ণ পরমহংস দেব, পল্লী কবি জসীম উদ্দীনসহ বাংলা সাহিত্যের পাশাপাশি ইংরেজী সাহিত্যে বাংলা রেনেসাঁস। ইউরোপিয়ান রেনেসাঁসসহ এমন কেন বিষয় নেই যে তাঁর ছিল অজানা।