True
Author image

ড. খালিদ আবু শাদি

খালিদ আবু শাদি মিসরের একজন দায়ি। ১৯৭৩ সালের ১৮ মার্চ গারবিয়াহ প্রদেশের জিফতা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন কুয়েতে। তারপর মিসরের কায়রো ইউনিভার্সিটিতে ফার্মেসি ফ্যাকাল্টি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। কর্মজীবনের একটি বড় সময় তিনি দাওয়াহর কাজে ব্যয় করেন। গ্রন্থসমূহ : অলসতা জীবনের শত্রু, সূরা কাহফের আলোকে মুক্তির মশাল, আশার আলো, সময়ের সঠিক ব্যবহার কীভাবে করবেন, পার্থিব জীবনে জান্নাতি সুখ, রমাদান আত্মশুদ্বির বিপ্লব, আশার ফোয়ারা ইত্যাদি।
Filters
x
ক্যাটাগরি