চিন্ময় গুহ
চিন্ময় গুহ বিশিষ্ট প্রাবন্ধিক, ফরাসিবিদ ও অনুবাদক। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের অধ্যাপক, বাংলা বিভাগে পড়িয়েছেন কয়েক বছর। ফরাসি দেশের শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রক তাঁকে আলাদা আলাদা করে দু-বার নাইটহুড উপাধি দেন ২০১০ ও ২০১৩ সালে। পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির লীলা রায় পুরস্কার (২০০৮) ও বিদ্যাসাগর পুরস্কার (২০১৭)। নতুন দিল্লির ফরাসি দূতাবাসে প্রকাশনা উপদেষ্টা ছিলেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। 'দেশ' পত্রিকার গ্রন্থসমালোচনা বিভাগের দায়িত্ব পালন করেছেন এক দশক। উল্লেখযোগ্য বই Bridging East and West: Rabindranath Tagore and Romain Rolland Correspondence 1919-1940, চিলেকোঠার উন্মাদিনী, গাঢ় শঙ্খের খোঁজে, ঘুমের দরজা ঠেলে, হে অনন্ত নক্ষত্রবীথি, লা রোশফুকোর মাক্সিম, আহাম্মকের অভিধান, অপু ট্রিলজি, ভিকতর য়্যুগো। ২০১৯ সালে ফ্রান্সের রাষ্ট্রপতির কাছ থেকে পান শীর্ষ সম্মান ন্যাশনাল অর্ডার অফ মেরিট। ওই বছরই পান সাহিত্য অকাদেমি পুরস্কার।