অসীম কুমার রায়
অসীম কুমার রায়ের জন্ম কলকাতায় ১৯৩৫ সালে। পড়াশোনা কলকাতা এবং লন্ডনে।পেশায় ইঞ্জিনিয়ার, লন্ডনের ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সদস্য। চাকুরিসূত্রে প্যারিসে আসা ১৯৭০ সালে। প্যারিসের অলিয়ঁস ফ্রাঁসেয থেকে ফরাসি ভাষায় ডিপ্লোমা প্রাপ্ত। বর্তমানে প্যারিসে অবসর জীবন কাটাচ্ছেন। প্যারিসের বাঙালিদের সম্মিলনী পাঠাগারের অন্যতম প্রতিষ্ঠাতা। শখ : দেশ-বিদেশ ভ্রমণ এবং ছবি তোলা। গ্রন্থ সমূহ : প্যারিস দর্শন, ধারণার জগৎ, বঙ্গ বৃত্তান্ত প্রভৃতি।