আনোয়ার আহমেদ
আনোয়ার আহমেদ কুমিল্লা জেলার লাকসাম থানার পূর্ব লাকসাম মৈশানবাড়িতে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে বি.এ. (সন্মান), এম.এ. এবং এম.ফিল. ডিগ্রি লাভ করেন। বর্তমানে একই বিভাগে পি.এইচ.ডি. গবেষণাগাররত রয়েছেন তিনি। গ্রন্থসমূহ : বঙ্গবন্ধু ও যুক্তফ্রন্ট সরকার, দৈনিক পাকিস্তান থেকে দৈনিক বাংলা (১৯৬৪-১৯৯৭) : ১ম খণ্ড, দৈনিক পাকিস্তান থেকে দৈনিক বাংলা ২য় খণ্ড ইত্যাদি।