True
Author image

অলোককৃষ্ণ চক্রবর্তী

অলোককৃষ্ণ চক্রবর্তী একজন সুপ্রতিষ্ঠিত নেতাজি-গবেষক। নেতাজি অনুরাগী অলোককৃষ্ণ স্বদেশী ও প্রগতিশীল আন্দোলনের পরিবেশে বড় হয়ে উঠেছেন। নেতাজী বিষয় বহু তথ্যভিত্তিক গ্রন্থ রচনা করে তিনি নেতাজি গবেষক হিসেবে জনপ্রিয়তার শীর্ষে। অলোককৃষ্ণ শুধু নেতাজি-গবেষকই নন একজন প্রতিষ্ঠিত প্রতিভাবান লেখক ও সাহিত্যের বিভিন্ন শাখায় তার অবাধ বিচরণ। অলক কৃষ্ণের বহু লেখা পাঠ্যপুস্তকে গৃহীত হয়েছে। তিনি স্বদেশে ও বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। ধর্মের বুজরুকির বিরুদ্ধে অলোককৃষ্ণ রচনা করেছেন কয়েকখানি চাঞ্চল্যকর গ্রন্থ। আগুনঝরা ভাষায় তিনি ধর্মব্যবসায়ীদের মুখোশ খুলে দিয়েছেন সেই সব গ্রন্থে। শিশু কিশোর সাহিত্যেও অলোককৃষ্ণ খুবই জনপ্রিয়। তার ভোম্বলদা চরিত্র যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। গ্রন্থ সমূহ : বাংলা কেন বঞ্চিত, ধর্মের ভয়ে, গান্ধীজির অপকর্ম, বিশ্বসেরা একশো এক গল্প প্রভৃতি।
Filters
x
ক্যাটাগরি