আকিদুল ইসলাম
আকিদুল ইসলাম রাজবাড়ির পাংশায় ১৯৬৩ সালের ১৩ অক্টোবর জন্মগ্রহণ করেন। প্রায় দুই দশক ধরে অস্ট্রেলিয়া প্রবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়ালেখার সময়েই সম্পাদকীয় বিভাগে কাজ করেছেন দেশের প্রথম বিনােদন পাক্ষিক ‘তারকালােকে' সহকারী সম্পাদক ছিলেন মাসিক নিপূণ’ পত্রিকার । প্রবাস থেকে নিয়মিত কলাম লিখছেন দেশের শীর্ষস্থানীয় প্রায় সকল দৈনিকে। গ্রন্থসমূহ : বঙ্গভবনে কয়েক সন্ধ্যা, যেখানেই পা রাখি বধ্যভূমি, শেকলে বাঁধা কফিন, করতলে পােড়া মাটির ঘ্রাণ, দোজখে নর্তকী রাত, আমার দুঃখভারাক্রান্ত স্ত্রী এবং নিদ্রাহীন প্রেমিকাগণ, আমি এখন কোথাও নেিই ইত্যাদি।