True
Author image

এ.এম.হারুন-অর রশীদ

অধ্যাপক ড. আবুল মকসুদ হারুন অর রশিদ ছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী। ১৯৯১ সালে পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হন এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে ২০০৯ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এছাড়াও বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে "বিজ্ঞান গ্রন্থবর্ষ ২০০৫" উপলক্ষে ভৌতবিজ্ঞান বিষয়ক গ্রন্থ প্রণয়নের ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ বাংলা একাডেমী প্রদত্ত 'ভৌতবিজ্ঞান শাখা'য় বিজ্ঞান লেখক পদক হিসেবে স্বর্ণপদক লাভ করেন৷ তার উল্লেখযোগ্য কিছু বই হচ্ছে- Nuclear Structure, আইনস্টাইন ও আপেক্ষিক তত্ত্ব, Quantum Mechanics, Complex Variable and Special Functions of Mathematical Physics, Geometrical Methods in Physics, বিদ্যুত্‍ ও চুম্বক তত্ত্ব, Introduction to Practical Physics ইত্যাদি। বিখ্যাত এই পদার্থবিজ্ঞানী ১৯৩৩ সালের ১লা মে বরিশালে জন্মগ্রহণ করেন এবং ২০২১ সালের ৯ অক্টোবর মৃত্যুবরণ করেন৷
Filters
x
ক্যাটাগরি