True
Author image

ড. অজিতকুমার ঘোষ

ড. অজিতকুমার ঘোষ ছিলেন প্রখ্যাত নাট্যতত্ত্ববিদ ও নাট্যইতিহাস রচয়িতা। তিনি ১৯১৯ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৪৬ সালে যশোর মাইকেল মধুসূদন কলেজে অধ্যাপনার সময় তার প্রথম পূর্ণাঙ্গ ও সামগ্রিক বাংলা নাটকের ইতিহাস প্রকাশিত হয়। তিনি যশোর কলেজ থেকে কলকাতায় এসে প্রথমে সুরেন্দ্রনাথ কলেজে পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। রবীন্দ্রভারতী বাংলা বিভাগের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ও ডিলিট উপাধি লাভ করেন। পশ্চিমবঙ্গ সরকারের দীনবদ্ধু পুরস্কার, সরোজিনী বসু স্বর্ণপদক, শরৎ পুরস্কার এবং আরো বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। গ্রন্থসমূহ : বাংলা নাটকের ইতিহাস, জীবনীশল্পী শরৎচন্দ্র, শরৎচন্দ্রের জীবনী ও সাহিত্যবিচার, নাটক ও নাট্যকার, রঙ্গমঞ্চে বাংলা নাটকের প্রয়োগ, নাট্যতত্ত্ব ও নাট্যমঞ্চ ইত্যাদি।
Filters
x
ক্যাটাগরি