Filters

রাজীব নূর

রাজীব নূর / Rajib Noor (RNo.)

৮ নভেম্বর ১৯৬৯, জন্ম ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামে। আল মাহমুদের কবিতায় এটি এমন এক গ্রাম যেখানে আছে ‘মানুষের সাধ্যমত/ ঘর-বাড়ি।’ শহরতলির আর সব গ্রামের মতো গ্রামটি সত্যিই ঘনবসতিপূর্ণ। বিগত তিন দশকে শহর অনেকটা এগিয়ে গেছে ওই গ্রামের দিকে। নেই আল মাহমুদের কবিতায় বর্ণিত ‘চাষা হাল বলদের গন্ধে থমথমে হাওয়া’। আছে ‘কিষাণের ললাটরেখার মতো নদী’টা, তবে তিতাস নামের ওই নদীর তীর ধরে মালোপাড়ায় যেতে ‘শুঁটকির গন্ধে পরিতৃপ্ত মাছির আওয়াজ’ আর শোনা যায় না এখন। শোনা যাবে রাজীব নূরের গল্পে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে সম্মান ও ¯্নাতকোত্তর। পেশায় সাংবাদিক। রিপোর্টিংয়ের জন্য বাংলাদেশে প্রচলিত প্রায় সব পুরস্কার পেয়েছেন। প্রথম গল্পগ্রন্থ দ্রৌপদী ও তার প্রেমিকেরা বেরিয়েছিল বাংলা একাডেমি তরুণ লেখক প্রকল্প থেকে। ওই বইয়ের জন্য পেয়েছেন তরুণ লেখক প্রকল্প পুরস্কার। অন্য দুটি বই হরিণা ও সোনারতরী সকাল (২০০১), সেপ্টেম্বর অন টেকনাফ রোড (২০১৯)।


Books by the Author