Filters

রিজওয়ানুল ইসলাম

রিজওয়ানুল ইসলাম / Rizwanul Islam (RiIs)

অর্থনীতিবিদ, আন্তর্জাতিক শ্রম সংস্থার এমপ্লয়মেন্ট সেক্টরের প্রাক্তন বিশেষ উপদেষ্টা। সংস্থাটির বিভিন্ন বিভাগে পরিচালক ছিলেন। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং গবেষণা প্রতিষ্ঠানে অতিথি বক্তা ও ভিজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা ও গবেষণা করেছেন। অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। ড. ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং লন্ডন স্কুল অব ইকনমিক্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি শিক্ষাজীবনের সকল স্তরে প্রথম স্থান অর্জন করার বিরল কৃতিত্বের অধিকারী। উন্নয়ন অর্থনীতির বিভিন্ন বিষয়ে তিনি বই লিখেছেন এবং সম্পাদনা করেছেন। তাঁর গবেষণামূলক রচনা প্রকাশিত হয়েছে বিশ্বের প্রথম শ্রেণির গবেষণামূলক সাময়িকীসমূহে এবং বিভিন্ন গ্রন্থে। তাঁর বই ফুল অ্যান্ড প্রডাকটিভ এমপ্লয়মেন্ট ইন ডেভেলপিং ইকনমিজ এবং (ইয়ানাতুল ইসলামের সাথে যুগ্মভাবে রচিত) এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট লন্ডনের রাউটলেজ কর্তৃক প্রকাশিত হয়েছে। বাংলায় লেখা তাঁর বই করোনাঘাতে অর্থনীতি ও শ্রমবাজার (বাতিঘর), উন্নয়নের অর্থনীতি (দ্বিতীয় সংস্করণ) এবং উন্নয়ন ভাবনায় কর্মসংস্থান ও শ্রমবাজার (ইউপিএল) সুধী সমাজে অত্যন্ত সমাদৃত হয়েছে।