Filters

মিশাল ইসলাম

মিশাল ইসলাম / Mishal Islam (MiIs)

মিশাল ইসলাম রোবটিকস ও আইওটি নিয়ে কাজ করতে ভালোবাসেন। তিনি কম্পিউটার সার্ভিসেস লিমিটেডে আইওটি ইঞ্জিনিয়ার হিসাবে যুক্ত ছিলেন। এরপর বিভিন্ন সময়ে মাকসুদুল আলম বিজ্ঞানাগার, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ইত্যাদি প্রতিষ্ঠানে কাজ করেছেন প্রযুক্তি ও স্টেম এডুকেশন নিয়ে। এর পাশাপাশি তিনি বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের কোঅরডিনেটর হিসাবে কাজ করছেন এবং আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড দলের প্রশিক্ষক হিসাবে যুক্ত আছেন। পাশাপাশি তিনি ইন্টারনেট অব থিংস কাউন্সিলের কাউন্সিল মেম্বার হিসাবে যুক্ত আছেন। মিশাল বই পড়তে ও ঘুরাঘুরি করতে পছন্দ করেন। শিশু-কিশোরদের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য তিনি কাজ করেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতিতে। বিজ্ঞান গবেষণায় আগ্রহী তরুণ প্রজন্ম তৈরির জন্য তিনি শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসে মেন্টর হিসাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি শিশু-কিশোরদের রোবটিকসে আরও আগ্রহী করতে বই লিখেন ও হাতেকলমে প্রশিক্ষণ দেন রোবটিকস নিয়ে।