Filters

ইভান অনিরুদ্ধ

ইভান অনিরুদ্ধ / Ivan Aniruddho (IA,.)

ইভান অনিরুদ্ধর জন্ম ২৬ জানুয়ারি। নেত্রকোনা জেলার আটপাড়া থানার শুনই গ্রামে। বাবা অধ্যাপক শামসুর রহমান ও মাতা হোসনে আরা আরমিন। ছোটবেলা থেকেই লেখালেখির হাতেখড়ি। বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত ‘শিশু’ পত্রিকায় প্রথম ছড়া প্রকাশিত হয়। তারপর বিভিন্ন সাহিত্যপত্রিকা, দৈনিক পত্রিকার সাহিত্যপাতা, বিভিন্ন লিটল ম্যাগাজিন এবং সংকলনে গল্প, কবিতা ও ছড়া প্রকাশিত হয়। এখনো নিয়মিত সাহিত্যচর্চায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন। গ্রন্থসমূহ : থাকে শুধু অন্ধকার, করোনা ও কিছু মিথ্যেবাদী রাখালের গল্প, রিনির হাতদেখার পর, বিরহজোছনা, যে যায় সব ছিন্ন করে যায়, ফুলের গন্ধের মতো থেকে যাবো তোমার রুমালে, মুক্তিযুদ্ধ পেনশনের চেক ও ঘুষের গল্প, নিষিদ্ধ লোবানের ঘ্রাণ ইত্যাদি।