True
Author image

শাইখ আহমাদ মূসা জিবরীল

শাইখ আহমাদ মূসা জিবরিল ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। বাবা শাইখ মূসা জিবরিল মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বলে আহমাদ মূসা জিবরিল শৈশবের বেশ কিছু সময় মদীনায় কাটান। সেখানেই এগারাে বছর বয়সে তিনি কুরআন হিফয সম্পন্ন করেন। শাইখ আহমাদ যুক্তরাষ্ট্র থেকে ১৯৮৯ সালে হাইস্কুল পাশ করেন এবং কৈশােরের বাকি সময় সেখানেই কাটান। তিনি মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহর ওপর ডিগ্রি নেন। এরপর যুক্তরাষ্ট্রে ফিরে জুরিস ডক্টর ডিগ্রি ও আইনের ওপর মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। গ্রন্থসমূহ : সালাত, কুড়ানো মানিক, ইসতিগফার অনুপম ক্ষমার হাতছানি, কিয়ামুল লাইল, মিউজিক শয়তানের সুরা ইত্যাদি।
Filters
x
ক্যাটাগরি