Filters

এনামুল করিম নির্ঝর

এনামুল করিম নির্ঝর / Anamul Karim Nirjhar (AnKa)

এনামুল করিম নির্ঝর বাংলাদেশের একজন খ্যাতিমান স্থপতি এবং চলচিত্র নির্মাতা। স্থাপত্য এবং চলচ্‌চিত্র উভয় মাধ্যমেই তিনি তাঁর উদ্ভাবনী ভাবনা এবং করমকান্ডের জন্য সুপরিচিত। ২০০৭ সালে তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্‌চিত্র আহা! মুক্তি পায় যা তাঁকে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্‌চিত্র পুরস্কার এনে দেয়। স্থপতি হিসেবে তিনি আরকিটেক্ট অফ দ্যা ইয়ার (২০০৭) এবং এক্সেলেন্স ইন আর্কিটেকচার (২০১৩) পুরস্কারে ভূষিত হন। এছাড়াও এনামুল করিম নির্ঝর একজন লেখক এবং স্থিরচিত্র শিল্পী। তরুণ বয়সে তিনি কোডাক-ফিয়াপ ফটোগ্রাফি কম্পিটিশনে ন্যাশনাল উইনার (১৯৯২) হন। গুগি ফোকলা তাঁর বাচ্চাদের জন্য সৃষ্টি করা দুই চরিত্র। গুঙ্গি-ফোকলার গল্পের মাধ্যমে তিনি বাচ্চাদের নৈতিকতা, সাধারণ জ্ঞান এবং কল্পনাশক্তির বিকাশের উদ্দেশ্যে কাজ করছেন। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে বরধারা, অনশেষে অংশবিশেষ, যা, কানুষ, আত্মকেন্দ্রিক মশকরা, চৌদ্‌দ গোষ্ঠীর উদ্ধারপরব, চল্লিশ, গুগি'র চার ফোকলা'র তিন ইত্যাদি।


Books by the Author