True
Author image

মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী

মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী রাজবাড়ী জেলার পাংশার মাগুরাডাঙ্গা গ্রামে ১৮ কার্তিক ১২৯৫-এ (১৮৮৮) জন্মগ্রহণ করেন। পিতা পুলিশ অফিসার এনায়েতুল্লাহ চৌধুরী। পাংশা হাইস্কুল থেকে এমই এবং রাজবাড়ী সূর্যকুমার ইনস্টিটিউশন থেকে এন্ট্রান্স পাস করেন। কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেও বিএ ক্লাসে পড়ার সময় দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে পড়ায় পড়ালেখা ছাড়তে বাধ্য হন। ১৯১৪-১৫ সালে চট্টগ্রামের জোরওয়ারগঞ্জ হাইস্কুলে শিক্ষকতা করেন। এরপর রাজবাড়ী সূর্যকুমার ইনস্টিটিউশনে শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯২০-২১ সালে পাংশা হাইস্কুলে শিক্ষকতা করার সময় অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগদান করেন এবং কারাদণ্ড ভোগ করেন। কারামুক্তির পর কলকাতায় যান এবং সাংবাদিকতায় যোগ দেন। তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির (৪ সেপ্টেম্বর, ১৯১১) প্রতিষ্ঠাতাদের একজন। তিনি ১৯৪০ সালের ১৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। গ্রন্থসমূহ : ধর্মের কাহিনী, নূরনবী, শান্তিধারা, মানব মুকুট। এছাড়া বাংলা একাডেমি এয়াকুব আলী চৌধুরী অপ্রকাশিত রচনা নামে একটি বই প্রকাশ করেছে।
Filters
x
ক্যাটাগরি