Filters

মোতাহার হোসেন সুফী

মোতাহার হোসেন সুফী / Sufi Motahar Hossein (SMH)

সুফি মোতাহার হোসেন (১৯০৭ - ২০ আগস্ট ১৯৭৫) একজন বাংলাদেশি কবি ছিলেন। তিনি সনেট ধারায় কবিতা লিখেছিলেন। ১৯৭৪ সালে তিনি কবিতা বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।সেইন ফরিদপুর জেলা স্কুল এবং জগন্নাথ কলেজে পড়াশোনা করেছেন। তিনি ১৯৩১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। হোসেইন ফরিদপুর জেলা জজ আদালতে চাকরি করেছিলেন।