Filters

সুবহা নাওয়ার পুষ্পিতা

সুবহা নাওয়ার পুষ্পিতা / Subha Nawar Pushpita (Subha Nawar Pushpita)

উচ্চমাধ্যমিক পাস করে বর্তমানে বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান আমেরিকায় অবস্থিত ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলোজির (এমআইটি) শিক্ষার্থী সুবহা নাওয়ার পুষ্পিতা। সমস্যা সমাধানের প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই, যার পথ ধরে পরবর্তীতে গণিত অলিম্পিয়াড, রসায়ন অলিম্পিয়াড, বিজ্ঞান জয়োৎসবে অসংখ্য পুরস্কার প্রাপ্তি। সমস্যা সমাধানের অনুসন্ধিৎসু মন উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ থেকেই বিজ্ঞানের অন্য সব বিষয়ের মতো তাকে রোবটিকসেরও প্রেরণা দিয়েছিল। পরবর্তীতে মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিংয়ের ওপর আগ্রহ এবং কাজের সূচনা। বর্তমানে এমআইটি ক্যাভলি ইন্সটিটিউট অফ আ্যস্ট্রোফিজিকস এবং এমআইটি মিডিয়া ল্যাবে আন্ডারগ্রাজুয়েট গবেষক হিসেবে কর্মরত।


Books by the Author