Filters

নুরুজ্জামান মিলন

নুরুজ্জামান মিলন / Nuruzzaman Milon (Nuruzzaman Milon)

জন্ম, বেড়ে ওঠা, স্কুল-কলেজ সবই ঢাকায়। পড়াশুনা করেছি সামসুল হক খান হাই স্কুল ও ঢাকা কলেজে। এছাড়াও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে পড়েছি। পড়াশুনা ছাড়া যে কোন কাজ করতেই ভালো লাগে। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ক যে কোন কিছুতে আগ্রহ আছে। কম্পিউটারের প্রোগ্রামিং ভাষার প্রতি অশেষ দূর্বলতা আছে। ভালো লাগে আড্ডা দিতে। পৃথিবীর শ্রেষ্ঠ আড্ডাস্থল গাছতলায় আমার যাতায়াত আছে। বর্তমানে একটি বহুজাতিক কোম্পানীতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। বাংলাদেশের সবচেয়ে বড় ডেভেলপার কমিউনিটি phpXperts এর আমি একজন এডমিন। আমি বাংলাদেশে(Bangladesh) জন্মেছি বলে গর্বিত।


Books by the Author