True
Author image

জান্নাতুন নাঈম প্রীতি

এসময়ের স্বাধীনচেতা তরুণ লেখক। বর্তমানে প্যারিসের বিখ্যাত পৃথিবীর সর্ববৃহৎ আর্টিস্ট রেসিডেন্সি সিটি ইন্টারন্যাশনাল দেজ আর্টে লেখক ও শিল্পী হিসেবে কর্মরত। বাংলাভাষায় তাঁর লেখা আত্মজীবনী 'উনিশ বসন্ত'-এর সুবাদে তিনি বাংলাভাষায় সর্বকনিষ্ঠ আত্মজীবনীকার হিসেবে পরিগণিত, পাশাপাশি ছোটগল্প, প্রবন্ধ, উপন্যাস মিলিয়ে তিনি লিখেছেন প্রায় দশটি বই। ২০২১ সালে তিনি ICORN প্রোগ্রামে পৃথিবীর অন্যতম বাক স্বাধীনতার জন্য সোচ্চার মানবাধিকার কর্মী হওয়ার সুবাদে প্রথম বাংলাদেশি লেখক হিসেবে প্যারিসের মেয়র এন হিডেল্গোর আমন্ত্রণ পান। এর আগে বাক স্বাধীনতার জন্য লড়াইয়ে দীর্ঘ এক বছরের বেশি সময় তিনি বাংলাদেশের আদালতে লড়াই করেছেন। পাশাপাশি স্নাতক ডিগ্রি লাভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে, নাম লিখিয়েছেন ব্যান্ড এম্বাসেডর হিসেবে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটে। বিতার্কিক, আবৃত্তিকার হিসেবে বাংলাদেশ বেতারে তিনি দীর্ঘদিন কর্মরত ছিলেন। সংগীতশিল্পী, ফ্যাশন ডিজাইনার হিসেবে এবং চলচিত্রেও আছে তাঁর ভূমিকা । এরমধ্যে ২০১৪ সালে দিল্লীর দাদাসাহেব ফালকে জেতা পোস্টার নামের স্বল্পদৈর্ঘ্য চলচিত্রটি উল্লেখযোগ্য। জন্ম ৪ঠা সেপ্টেম্বর, ১৯৯৬, মাগুরা জেলায়। তাঁর পাওয়া উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে লেখক ও মানবাধিকার কর্মী হিসেবে আয়ারল্যান্ডের ফ্রন্টলাইন ডিফেন্ডার্সের রিলোকেশন এওয়ার্ড, ২০১৪ সালে সৃজনশীল লেখা এবং ২০১৪ সালে অনুসন্ধানী সংবাদ প্রতিবেদনের জন্য পরপর দুবার 'ইউনিসেফ মীনা মিডিয়া এওয়ার্ড' পাওয়া, চিত্রকলায় ও ছোটগল্প লেখায় এংকর-প্রথম আলো গল্প লেখা প্রতিযোগীতা, ঐতিহ্য-গোল্লাছুট-প্রথম আলো গল্প লেখা প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক গল্পলেখা ও প্রতিবেদনের জন্য জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড-সহ তিনি দেশে ও বিদেশে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য পুরস্কার পেয়েছেন। ২০২২ সালে তাঁকে নিয়ে প্যারিসের সিটি ইন্টারন্যাশনাল দেজ আর্ট বানিয়েছে একটি উল্লেখযোগ্য স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র। তরুণ এই লেখক স্বপ্ন দেখেন একটি কাঁটাতারহীন মানবিক পৃথিবীর।
Filters
x
ক্যাটাগরি