Filters

আফজল শাহ ওরফে আরমান আলী

আফজল শাহ ওরফে আরমান আলী / Afzal Shah (Afzal Shah)

সুফি সাধক আফজল শাহ (রহঃ) আধ্যাত্বিক চেতনার মধ্যদিয়ে সাধারন মানুষ জীবন যাপন করেছিলেন। সুফি সাধক আফজল শাহ সিলেটের নাগরি ভাষার আধ্যাত্বিক জগতে জীবনে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে সর্ব মহলের কাছে এক অবিস্মরনীয় নাম। তিনি যে, সামগ্রী জীবন দর্শনের মুখামুখি হয়েছিলেন- তা হচ্ছে ইসলামী দৃষ্টি সুফিবাদ জীবন। এ দৃষ্টি ভঙ্গিতে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কর্মকান্ড একাগচিত্তে মনোনিবে করেছিলেন। তিনি স্বীয় সম্পত্তি ও উদারতার মাধ্যমে সকল ধর্মাবম্বী মানুষকে তার আলিঙ্গনে আনেন। তিনি ছিলেন খোদা ভীরু প্রেমিক। ইসলামের প্রতি অগাঢ় ভালোবাসা তাকে সংকীর্ণতার উর্ধ্বে এনে সর্বজন শ্রদ্ধেয় করে তুলেছিল। তার জীবনে ধ্যান সাধনা সচেতনা মানুষের মানবিক কল্যাণের আলোকে বর্তিকা। তিনি ইতিহাস ঐতিহ্য সম্পদ সৌন্দর্যের প্রতীক।