True
Author image

রাশেদুল আনাম

রাশেদুল আনাম মূলত গবেষক ও প্রাবন্ধিক। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় জন্মগ্রহণ করেন। পিতা : মুহাম্মদ নওয়াব আলী, মাতা : জিন্নাত আরা বেগম। তিনি ১৯৯৪ সালে নজরুল একাডেমী, দরিরামপুর থেকে এসএসসি; ১৯৯৬ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বিএ (অনার্স), এমএ (২০০০) ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে এম ফিল গবেষণারত। অভিসন্দর্ভ : ‘সাময়িকপত্র সম্পাদনায় নজরুল’। এছাড়াও তিনি নজরুল ইন্সটিটিউট থেকে ‘নজরুল সাহিত্যে ডিপ্লোমা’ সম্পন্ন করেন এবং Engineering Staff College, Bangladesh Effective Teaching Learning বিষয়ের উপর প্রশিক্ষণপ্রাপ্ত। নজরুল জীবনের ত্রিশাল অধ্যায় (গবেষণা), ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (জীবনী), হাছন রাজা (জীবনী) প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ।
Filters
x
ক্যাটাগরি