True
Author image

আজহার ইসলাম

আজহার ইসলাম ১৯৪৪ সালের ১৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। পিতা আবদুল মজিদ ভূঁইয়া ও মাতা নূরজাহান বেগম। তিনি ১৯৫৮ সালে ম্যাট্রিক, ১৯৬০ সালে আই.এ, ১৯৬৩ সালে বি.এ. অনার্স এবং ১৯৬৪ সালে এম.এ. পাশ করেন। ১৯৬৭ সালে বাংলা একাডেমীতে যোগদান করেন। গ্রন্থসমূহ : বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ, বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ, মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলিম কবি, বাংলাদেশের ছোটগল্প : বিষয়-ভাবনা স্বরূপ ও শিল্পমূল্য, রবীন্দ্রনাথ : জীবনের টুকরো ঘটনা, চিরায়ত সাহিত্য ভাবনা, সাহিত্য বিষয়ক প্রবন্ধ ও অন্যান্য, মহানগরী, অনাদিকালের হৃদয় উৎস হতে, বিপন্ন সময়, হিমাদ্রি শিখরের পাখিরা ইত্যাদি।
Filters
x
ক্যাটাগরি