True
Author image

অতীন বন্দ্যোপাধ্যায়

অতীন বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৩৪ সালের ১লা মার্চ। ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের ঢাকা জেলার আড়াই হাজার থানার রাইনাদি গ্রামে। পিতা অভিমন্যু বন্দ্যোপাধ্যায় ও মাতার লাবণ্যপ্রভা দেবী। তার শৈশব-কৈশোর কেটেছে গ্রামের বাড়িতে যৌথ পরিবারে। স্কুলের পড়াশোনা সোনারগাঁও এর পানাম স্কুলে। কিন্তু দেশভাগের পর ছিন্নমূল হয়ে তারা চলে যান ভারতে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বানজেটিয়া গ্রামে গড়ে ওঠা মণীন্দ্র কলোনিতে পিতার বাড়িতে কিছুকাল থাকেন। এখান থেকেই প্রবেশিকা পরীক্ষা দেন। তারপর যাযাবরের ন্যায় কেটেছে তার যৌবন। ১৯৫৬ সালে তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ কৃষ্ণনাথ কলেজ থেকে বি.কম.পাশ করেন ও পরে বি.টি. পাশ করেন। বি.টি.পড়ার সময়ই আলাপ হয় সহপাঠী 'মমতা'র সাথে। পরে তাকে বিবাহ করেন। এরপর কাজের সন্ধানে বেড়িয়ে পড়েন। কখনো নাবিকরূপে সারা পৃথিবী পর্যটন, আবার কখনো বা ট্রাক-ক্লিনারের কাজ করেছেন। পরে এক প্রাথমিক স্কুলে শিক্ষকতা শুরু করেন। ১৯৬৩ সালে তিনি পাকাপাকি ভাবে চলে আসেন কলকাতায়। অমিতাভ চৌধুরীর আহ্বানে যোগ দেন কলকাতার 'যুগান্তর' পত্রিকায় সাংবাদিকতার কাজে এবং সেখান থেকেই কর্মে অবসর নেন। ২০১৯ সালে ১৯ শে জানুয়ারি বিকাল ৩টা ৪০ মিনিটে ৮৫ বৎসর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পুরস্কার : মানিক স্মৃতি পুরস্কার (১৯৫৮), বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার (১৯৯১), ভুয়ালকা পুরস্কার (১৯৯৩), বঙ্কিম পুরস্কার (১৯৯৮), মতিলাল পুরস্কার, তারাশঙ্কর স্মৃতি পুরস্কার, নারায়ণ গঙ্গোপাধ্যায় ও সুধা পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার (২০০১), শরৎ পুরস্কার, সুরমা চৌধুরী আন্তর্জাতিক স্মৃতি পুরস্কার (২০০৮)। উল্লেখযোগ্য গ্রন্থ সমূহ : নীলকণ্ঠ পাখির খোঁজে, মানুষের ঘরবাড়ি, অলৌকিক জলযান, ঈশ্বরের বাগান, দুই ভারতবর্ষ, পঞ্চযোগিনী, সমুদ্র মানুষ, উত্তাপ, উপেক্ষা, জীবন বড়ো ভারবাহী জন্তু, খাদান, দুঃখিনী বর্ণমালা মা আমার, দ্বিতীয় পুরুষ, নগ্ন ঈশ্বর ইত্যাদি।
Filters
x
ক্যাটাগরি