Filters

এজাজ ইউসুফী

এজাজ ইউসুফী / Ejaz Eusoofi (EE)

এজাজ ইউসুফী একজন বাংলাদেশী (জন্ম ১ জানুয়ারি ১৯৬০) উত্তর আধুনিকতাবাদী কবি, লেখক, সম্পাদক এবং সাংবাদিক। নব্বইয়ের দশকের সমকালীন প্রেক্ষাপটে কবিতা বিনির্মাণের করণ-প্রকৌশলে ইউসুফী বিশেষ মাত্রা যুক্ত করেছেন। সাহিত্য পত্রিকা সম্পাদনার মধ্য দিয়ে বাংলাদেশে উত্তর আধুনিকতাবাদ ধারণার ধারণার প্রবর্তনে ভূমিকা পালন করেছেন একজন চিন্তার প্রবক্তা হিসেবে। তার কবিতায় মানুষ, রাষ্ট্র, দর্শন, সাম্যবাদসহ সময়ের বিচিত্র রূপ প্রতিফলিত হয়েছে। ২০২০ সালের হিসেবে তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৭টি। বাংলা কবিতায় অবদানের জন্য ২০১৮ সালে একুশে সাহিত্য পুরস্কার পান।


Books by the Author