Filters

নাঈম হোসেন ফারুকী

নাঈম হোসেন ফারুকী / Nayeem Hossain Faruque (Nayeem Hossain Faruque)

জন্মঃ ১৯৮৯, ঢাকা ইংরেজিতে “নার্ড”বলে একটা সম্প্রদায় আছে। এই সম্প্রদায় এর লোকজন জ্ঞান অর্জনকে এতটাই গুরুত্ত্বদিয়ে থাকে যে সামাজিকভাবে কিছুটা জন বিচ্ছিন্ন হয়ে পড়ে।লেখক কিছুটা এরকম। খুব অল্প বয়স থেকেই লেখকের নানা বিষয়ে আকর্ষন তাকে নিয়ে গিয়েছে বইয়ের রাজ্যে, তার বাসায় কয়েক হাজার বই রয়েছে। কিছুদিন ধরেই সে অত্যন্ত সাবলিল ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক লেখা ফেসবুক সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রকাশ করে আসছে। খুব ছোট বেলা থেকেই লেখকের বিজ্ঞানের দিকে আকর্ষন তাকে নিয়ে গিয়েছে আদিম পৃথিবী থেকে মহাশুন্য পর্যবেক্ষনে। রিলেটিভিটির রাজ্য থেকে একিভূত বল এর রাজ্যে। এই আকর্ষনই তাকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার পরো ডাক্তারীতে না পড়ে বুয়েটের দিকে টেনে নিয়ে গেছে। যদিও তার থিওর‍্যটিক্যল পদার্থবিজ্ঞানে অসীম আগ্রহ ছিল কিন্ত মা-বাবার অমতে আর সে দিকে পা বাড়ান হয় নি। তাই বলে তার জ্ঞান অর্জন থেমে নেই। শত শত বই আর ইন্টারনেট থেকে সে পড়েছে দেশ বিদেশের বিভিন্ন গুনী লেখক গবেষক এর লেখা।