Filters

Eduardo Galeano

Eduardo Galeano / এদুয়ার্দো গালিয়ানো (Eduardo Galeano)

দক্ষিণ আমেরিকার একজন শক্তিশালী লেখক, সাংবাদিক ও বিপ্লবী। ১৯৪০ সালে উরুগুয়েতে তাঁর জন্ম, মারা যান ২০১৫ সালে। ফুটবলকে এই লেখক দেখতেন ইতিহাস, রাজনীতি আর মানবিক আবেগের সর্বোচ্চ প্রকাশ হিসেবে। একাধারে ইতিহাসসচেতন ও রোমান্টিক এই লেখকের লিখনশৈলী অত্যন্ত কাব্যময়। বিভিন্ন সময় লাতিন আমেরিকার স্বৈরশাসকদের চক্ষুশূল হয়ে ওঠা গালিয়ানো তাঁর সকার ইন সান অ্যান্ড শ্যাডো বইটি ছাড়াও ওপেন ভেইন্স অব লাতিন আমেরিকার জন্যও বিখ্যাত।


Books by the Author