True
Author image

গালিব আহসান খান

গালিব আহসান খান ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতক শ্রেণিতে উত্তীর্ণ হন এবং ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি দর্শনে এমএ পাস কারেন। এরপর ১৯৭৮ সালে কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এমএ এবং ১৯৮৩ ওই একই বিশ্বিদ্যালয় থেকে দর্শনে পিএইচডি লাভ করেন। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ডিপার্টমেন্ট অফ পাবলিক এ্যাডমিনিস্ট্রেশান বিভাগে পরিদর্শন অধ্যাপক হিসেবে শিক্ষাদান করেন। ২০২১ সালের ৮ এপ্রিল মৃত্যুবরণ করেন। গ্রন্থসমূহ : বিজ্ঞানের দর্শন, বিজ্ঞান পদ্ধতি ও প্রগতি, প্রশাসনিক নীতিবিদ্যা, দর্শনের প্রয়োজনীয়তা, সবার জন্য দর্শন, দার্শনিক দৃষ্টিতে কাব্য-ভাবনা, ঢাকা বিশ্বিদ্যালয় রাজনীতি ও বিবিধ প্রসঙ্গ, আদর্শ রাষ্ট্র পরিপ্রেক্ষিত ও সম্ভাবনার বাংলাদেশ ইত্যাদি।
Filters
x
ক্যাটাগরি