True
Author image

আসাদ মিরণ

আসাদ মিরণের জন্ম ১৯৭৬ সালের ১লা এপ্রিল বরিশাল জেলায়। পিতা আব্দুল খালেক মিয়া ও মাতা রাবেয়া বেগম। শৈশব ও কৈশোর কেটেছে বরিশাল শহরে। লেখাপড়ার প্রথম পর্ব বরিশালে আর স্নাতক ও স্নাতকোত্তর খুলনায়। ছাত্রজীবন শেষে উন্নয়ন কর্মী হিসেবে কাজ করার পাশাপাশি লেখালেখিতে যুক্ত হয়ে পড়েন। বিভিন্ন সামাজিক সমস্যা, পরিবেশ, জলবায়ু, পলিসি পেপার ইত্যাদি উন্নয়ন কৌশল নিয়ে বেশি লেখা হয় তার। গ্রন্থসমূহ : পরমাণু বিজ্ঞানের নায়কেরা,মাথায় যত প্রশ্ন ঘোরে, জলপরি ও নীল হাঙর ইত্যাদি।
Filters
x
ক্যাটাগরি