Filters


নাওয়াল আস-সাদাবি

নাওয়াল আস-সাদাবি / Nawal As-Sadabi (23+4758+94515)

নাওয়াল আস-সাদাবি ছিলেন একজন মিশরীয় নারীবাদী লেখিকা, সক্রিয়তাবাদী, চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞ। তিনি ১৯৩১ সালে কায়রোর কাফর তাহলা গ্রামে জন্মগ্রহণ কারেন। ইউনিভার্সিটি অব কায়রো মেডিকেল স্কুল থেকে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা শেষ করে মনোরোগ বিশেষজ্ঞ হন। সরকারের সমালোচনার অপরাধে চাকরি হারাতে হয়। জেল খাটতে হয়, যাপন করতে হয় নির্বাসিত জীবন। ইউরোপ ও আমেরিকার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বিশ্বজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার বই পাঠ্য। নারী অধিকার আন্দোলনের একনিষ্ঠ যোদ্ধা নাওয়াল কে আরব অঞ্চলের সিমন দা বোভোয়ার বলা হয়। তিনি ৮৯ বছর বয়সে ২০২১ সালের ২১ মার্চ মৃত্যুবরণ করেন। গ্রন্থসমূহ : শূন্য বিন্দুতে নারী, ডাক্তারের দিনপঞ্জি, গায়েব যে জন, পৃথিবীর একমাত্র মানুষটির মউত, আরব নারীর নগ্ন বদনখানি, সাবেক মন্ত্রী মহোদয়ের তিরোধান, এক প্রমীলায় দুই প্রমীলা, ইমামের পতন, মেয়েদের বন্দিশালায় লেখা দিনপঞ্জি ইত্যাদি।


Books by the Author

999.00 ৳ 799.20 ৳ 799.2 BDT