True
Author image

ড. মোঃ মাইমুল আহসান খান

ড. মো: মাইমুল আহসান খান একজন বাংলাদেশী আইনশাস্ত্রবিদ ও তুলনামূলক আইনের একজন পণ্ডিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন সাবেক অধ্যাপক। তিনি ১৯৫৪ সালের ২২ ডিসেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন সাবেক সোভিয়েত ইউনিয়নে। ১৯৮১ সালে তিনি তাশখন্দ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ আইন বিষয়ে স্নাতকোত্তর এবং ১৯৮৫ সালে আইনশাস্ত্রে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০০৫ সালে অধ্যাপনার পাশাপাশি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিস থেকে তিনি আন্তর্জাতিক বাণিজ্য আইন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। গ্রন্থসমূহ : বাংলার হেমন্তে আরব বসন্ত। উত্তরণ, গ্রীক ও মুসলিম মনীষায় আইন ও রাজনীতি, রাষ্ট্রনীতি-রাজনীতি আইন ও মানবাধিকার, সমকালীন মুসলিম বিশ্ব: ইসলাম ও বাংলাদেশ। বিশ্বসাহিত্য ভবন, অপরাধ বিজ্ঞান : মনোরোগ ও আইনের শাসন, মুসলিম-আমেরিকান যুদ্ধ: মার্কিন যুক্তরাষ্ট্রে ইসলাম, সাংবিধানিক আইন: রাজনীতিতে ধর্ম ও স্বাধীনতা, মানবাধিকার ও রোহিঙ্গা শরণার্থী: বাংলাদেশ প্রেক্ষিত ইত্যাদি।
Filters
x
ক্যাটাগরি