True
Author image

অজয় রায়

অজয় রায়, জন্ম ৩০ ডিসেম্বর ১৯২৮ সালে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায়। বাবা ড. প্রমথনাথ রায়, মা কল্যাণী রায়। কিশোরগঞ্জ জেলার বনগ্রামে শৈশব ও কৈশোর কেটেছে বাবার সাথে ভারতের যুক্ত প্রদেশের বারানসী শহরে। মেট্রিক পাশ করেন ১৯৪৩ সালে, পরে বিজ্ঞান বিভাগে ইন্টারমিডিয়েট পাশ করার পর ফার্মেসিতে ভর্তি হন। এক বছরের ব্যবধানে প্রথমে বাবা পরে মার মৃত্যুর পর অন্যান্য ভাইবোনদের নিয়ে গ্রামের বাড়ি বনগ্রামে চলে আসতে বাধ্য হন। ডিগ্রী পরীক্ষার ফল বেরোবার আগেই ১৯৪৮ সালের ডিসেম্বরে আত্মগোপনে যেতে বাধ্য হোন। পরে গ্রাম থেকে গ্রেফতার হোন। বিভিন্ন পর্যায়ে গ্রেফতার হয়ে সব মিলিয়ে তিনি পনের বছরের মত জেল খেটেছেন। আত্মগোপনে থেকেছেন বারো বছরের মত। এই সময়কালে তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত থেকেছেন। পাকিস্তান আমলে প্রথমে ময়মনসিংহ জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে এবং ১৯৭৬ সাল থেকে কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে কাজ করেছেন। ১৯৯২ সালে তিনি পার্টির সদস্য পদ ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করেন। তিনি রাজনীতিতে সক্রিয় না থাকলেও সম্মিলিত সামাজিক আন্দোলন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে সাধ্যমত সামাজিক কাজকর্মে যুক্ত ছিলেন। ২০১৬ খ্রিস্টাব্দের ১৭ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। প্রকাশিত গ্রন্থসমূহ : বাংলা ও বাঙালি, বাংলাদেশের অর্থনীতি : অতীত ও বর্তমান, বাংলাদেশের ভূমি ব্যবস্থা, রাজনীতি কি ও কেন?, পুঁজিবাদী অর্থনীতি, বাংলাদেশের কৃষক বিদ্রোহ, বীরকন্যা প্রীতিলতা, আমাদের জাতীয়তার বিকাশের ধারা, বাংলাদেশের বামপন্থী আন্দোলন ১৯৪৭- ১৯৭১, তীরের অন্বেষায়, তীরের অন্বেষায় : স্বাধীন বাংলাদেশ, বাঙালি মানস সংশ্লেষণধর্মিতা ও সাম্প্রদায়িকতার জের এবং বিভিন্ন প্রসঙ্গ।
Filters
x
ক্যাটাগরি