True
Author image

মনজুর আহমদ

মনজুর আহমদ পেশায় একজন সাংবাদিক। পাশাপাশি সাহিত্যচর্চা করেন। তিনি ১৯৪২ সালের ২২ ডিসেম্বর যশােরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনা করেন। সাংবাদিকতায় উচ্চতর ডিপ্লোমা হাঙ্গেরীর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব জার্নালিস্টস (আই ও জে) থেকে ১৯৭২ সালে। স্কুল জীবনেই দৈনিক সংবাদ-এর ঝিনাইদহ সংবাদদাতা হিসেবে সাংবাদিকতায় হাতেখড়ি। ১৯৬১ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ঢাকায় দৈনিক সংবাদ-এ প্রথমে ছােটদের পাতা খেলাঘর-এর ভাইয়া ও পরে সহ-সম্পাদক পদে যােগদান। ১৯৬৮ থেকে দৈনিক বাংলায় (তখনকার দৈনিক পাকিস্তান) কাজ করেন। এরপর নির্বাহী সম্পাদক হিসাবে বাংলাবাজার পত্রিকা ও দৈনিক অর্থনীতি এবং সহযােগী সম্পাদক হিসাবে দৈনিক দেশবাংলায় কাজ করেন। গ্রন্থসমূহ : ফিরে চল একাত্তরে, আরো কথা মুক্তিযুদ্ধের, অন্য এক শেখ মুজিব, অমৃতপথযাত্রী, আছে দুঃখ আছে মৃত্যু ইত্যাদি।
Filters
x
ক্যাটাগরি